বইচিন্তার দর্শন


 বইকেন্দ্রিক আলোচনা ও আড্ডা আরো বাড়ুক। বই নিয়ে মতামত প্রকাশ হোক। বই হয়ে উঠুক নিত্যদিনের আলোচনার প্রধান প্রসঙ্গ।

বই নিয়ে আলোচনা সমালোচনা হয় না তা নয়। প্রিন্ট এবং অনলাইন মাধ্যমে বইয়ের আলোচনা রিভিউ এখন চোখে পড়ে। অনেকেই দ্বিধা ঝেড়ে পঠিত বই সম্পর্কে নিজের ভাবনাচিন্তা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করছেন। বই নিয়ে যত কথা বলা হবে, তার সবগুলোই মূল্যবান। ভালমন্দ যা হোক, বই সম্পর্কে প্রতিটি মতামত গুরুত্বপূর্ণ।

বইরিভিউ হল একটি দীর্ঘ আলোচনা পদ্ধতি। বই সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য সেখানে থাকতে পারে। বইতে প্রদত্ত তত্ত্ব, তথ্য, চিত্র, ছক, তালিকা ইত্যাদির বিবরণ উল্লেখ করা বইরিভিউ কার্যক্রমের অন্যতম অংশ। এসব 'বইচিন্তা'য় এড়িয়ে যাওয়া যেতে পারে। কেউ উল্লেখ করলে করল, কিন্তু না করলেও আপত্তি নেই।

স্বল্প কয়েকটি বাক্যে স্বল্প কথায় পঠিত বই সম্পর্কে মনোভঙ্গি, অভিজ্ঞতা, অনুভূতি প্রকাশের সুযোগ থাকা দরকার। সবাই বই সম্পর্কে বিস্তারিত বলবে, খুঁটিয়ে খুঁটিয়ে দোষগুণ বর্ণনা করবে- এমনটা সম্ভব নয়, তাই কাম্য নয়। যারা স্বল্পভাষী, মৃদুভাষী তাদের ভাবনা প্রকাশে 'বইচিন্তা' এগিয়ে আসতে চায়। রচনা লেখা একটি শক্তিশালী কার্যক্রম। ভূমিকা, সূচি, আলোচ্য প্রসঙ্গ, কাহিনী, উপস্থাপন ভঙ্গি, বর্ণনাপদ্ধতি, বিশ্লেষণ, উপাত্ত উপস্থাপন প্রভৃতি বিষয় মাথায় রেখে রচনা নির্মাণে এগিয়ে আসতে হয়। বই রিভিউ বা আলোচনা সমালোচনা সেরকম একটি কার্যক্রম। সেই ইচ্ছা, ধৈর্য, সামর্থ সবার থাকে না। কিন্তু নিজের পঠিত বই সম্পর্কে অন্যকে জানাতে ইচ্ছে হয়। যারা বই পড়ে, তারা হাতে থাকা বইটি সম্পর্কে ভাল-মন্দ অন্যকে জানায়। কয়েকটি বাক্যে, সরল ভাবনায়, গভীরে না গিয়ে, সাময়িক ভাবনার প্রভাবে চট করে কোন বই সম্পর্কে অন্যকে জানানোর যে আগ্রহ সেই আগ্রহের প্রতি 'বইচিন্তা' সম্মান জানাতে চায়।

Post Comment

কোন মন্তব্য নেই

মার্জিত মন্তব্য প্রত্যাশিত